শেরপুর প্রতিনিধিঃ শেরপুরে কৃষক সোহেল হত্যা মামলার আসামিদের হুমকিতে আতঙ্কে দিন পার করছে নিহতের স্ত্রী ও শিশু সন্তানেরা। এ ঘটনায় মঙ্গলবার সকালে শেরপুর প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেছেন নিহত সোহেলের স্ত্রী আজমিনা বেগম। এ সময় আজমিনা ছাড়াও তার দুই শিশু সন্তান উপস্থিত ছিলো। আজমিনার পক্ষে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নিহত সোহেলের বড় ভাই মাসুদ রানা। লিখিত বক্তব্যে বলা হয়, বেশ কিছুদিন ধরে সোহেলের সঙ্গে সদর উপজেলার কামারিয়া ইউপির রঘুনাথপুর গ্রামের আক্তার হোসেনের জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিলো। এর জেরে চলতি বছরের ১৮ মে সকালে আক্তার ও তার সহযোগীরা সোহেলের সঙ্গে বিবাদে জড়ায়।