কুষ্টিয়া প্রতিনিধিঃ কুষ্টিয়া কুমারখালী উপজেলার ছেঁঊড়িয়া কারিগর পাড়ার কৃতি সন্তান ও কুষ্টিয়া জেলা স্বর্ন শিল্পী সমিতির সাধারন সম্পাদক মোঃ আনিসুর রহমান আনিসের প্রচেষ্টায় ও কুমারখালী উপজেলার ভাইস চেয়ারম্যান আলহাজ্ব সাইদুর রহমান লালু কন্ট্রাক্টরের সহযোগিতায় জলাবদ্ধতা ও বৃষ্টির পানিতে কাদা হয়ে যাওয়া কাচা রাস্তার ভোগান্তি দূর করে নতুন ৬০ মিটার পাকা রাস্তা পাচ্ছে ছেঁঊড়িয়া কারিগর পাড়া বাসী। ছেঁঊড়িয়া কারিগর পাড়া মসজিদের পিছনে বসবাস করে প্রায় ২০০ শত পরিবার আর তাদের যাতায়াত করার একমাত্র রাস্তা মসজিদের কোল ঘেষে যাওয়া কাচা রাস্তাটি। প্রতিবছর বর্ষাকালে সামান্য বৃষ্টি হলেই রাস্তাটি ভরে যায় জলাবদ্ধতায় এবং সেখানকার নরম মাটি পানিতে ভিজে কাদায় পরিনত হয়ে রাস্তাটি উক্ত এলাকার মানুষের জন্য যাতায়াত করার জন্য অনুপযোগী হয়ে যায়। যারফলে এলাকার মানুষ বর্ষাকালে যাতায়াতের একমাত্র রাস্তাটির এমন দশা হবার কারনে বিভিন্ন রকম অসুবিধার মধ্যে জীবন যাপন করছিলো। এলাকাবাসীর এমন অসুবিধা দেখে মহৎ উদ্দ্যোগ নিয়ে আনিস অনেক পরিশ্রম করে কুমারখালী উপজেলার ভাইস চেয়ারম্যান আলহাজ্ব সাইদুর রহমান লালুর সাথে যোগাযোগ করে রাস্তাটির কাজ নিজের এলাকায় নিয়ে এসে এলাকাবাসীর ভোগান্তি দূর করার চেষ্টা করছেন। আনিসের এই প্রচেষ্টা দেখে এলাকাবাসীর মুখে যেনো এক আনন্দদায়ক হাসি ফুটে উঠেছে। এ ব্যাপারে আনিসুর রহমান আনিসের সাথে কথা বললে তিনি বলেন,আমি কারিকর পাড়া এলাকার সন্তান হিসেবে নিজের এলাকার উন্নয়নের জন্য একটু পরিশ্রম করেছি মাত্র আর এটাতো আমার কর্তব্য। শুধু রাস্তার জন্যই নয় এলাকার উন্নয়নের জন্য এবং এলাকাবাসীর যেকোন অসুবিধা দূর করার জন্য সব সময় পাশে থাকবো ইনশাল্লাহ।