কুষ্টিয়া প্রতিনিধিঃ আজ দুপুর ১টা ৪০ মিনিটে কুষ্টিয়া শহরের ঘোড়াঘাট এলাকার গড়াই নদীতে গোসল করতে নেমেছিল পাঁচ বন্ধু। সে সময় পানিতে ডুবে যায় তামিম ও রাফসান। তামিম কুষ্টিয়া রবীন্দ্র মৈত্রি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং রাফসান মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংকে চাকুরি করে। তারা উভয়ের বন্ধু, শহরের থানাপাড়ার বাসিন্দা। গোসল করতে নেমে হঠাৎ তামিম ও রাফসান ডুবে যায়, তামিমকে অন্য বন্ধু রশিদ, আবির ও বিশ্বজিৎ টেনে তুললেও নিখোঁজ হয়ে যায় রাফসান।গত ১৩ মে তারা একই স্থানে গোসল করতে নেমেছিল। সেদিন ছিল তাদের প্রথম পানিতে নামা। সবাই মিলে ফেসবুকে সে গোসলের ছবি শেয়ার করেছিল। আজ দ্বিতীয় দিনে ঘটে গেল দুর্ঘটনা। এ রিপোর্ট লেখা পর্যন্ত রাফসানের কোন খোঁজ মেলেনি, কুষ্টিয়া শহরে এ ঘটনায় শোক নেমে এসেছে। চেষ্টা করে যাচ্ছে ফায়ার সার্ভিসসহ প্রশাসনের অন্যান্য ইউনিট।ছবি : গত ২৩ তারিখে গড়াই নদীতে নেমে গোসল করার আগে এ ছবি ধারণ করেছিল তারা, সবার সামনে নিখোঁজ রাফসান।