সিলেট প্রতিনিধিঃ ডিআইজি মফিজ উদ্দিন আহমেদ বাংলাদেশ পুলিশের সিলেট রেঞ্জের নতুন উপ-মহাপরিদর্শক (ডিআইজি) হিসেবে নিয়োগ পেয়েছেন মফিজ উদ্দিন আহমেদ। বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে
তাকে সিলেট রেঞ্জের ডিআইজি হিসেবে পদায়ন করা হয়। এর আগে তিনি ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। গত ৩ মে এক প্রজ্ঞাপনে সিলেট রেঞ্জের ডিআইজিমো. কামরুল আহসানকে পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিটের অতিরিক্ত মহাপরিদর্শক হিসেবে বদলি করা হয়। তার স্থলে নতুন ডিআইজি হিসেবে মফিজ উদ্দিন আহমেদকে পদায়ন করা হয়।