খুলনা জেলা ছাত্রনেতা মিঠুন দেবনাথ বলেন কৃষক রামপ্রসাদ লোক না পেয়ে পাকা ধান কাটতে পারছিলেন না। এদিকে কালবৈশাখীর আশঙ্কা। এই খবর পেয়ে সেখানে ছুটে যান জেলা ছাত্রনেতা “পার্থ প্রতীম চক্রবর্ত্তী ” তার উদ্যোগে উপজেলার ছাত্রলীগের ১৮ নেতাকর্মী কৃষকের ৩ বিঘা জমির ধান কেটে ঘরে তুলে দেন। পার্থ প্রতীম চক্রবর্ত্তী বলেন, ‘কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা আফি আজাদ বান্টি ও সংসদ সদস্য বাবু মামার দিক নির্দেশনায় কৃষকদের পাশে থাকতে। ছাত্রলীগ যেকোন মানবিক সংকটে সাধারণ মানুষের পাশে থাকে। করোনা মোকাবিলায় মাঠে থেকে সর্বোচ্চ কাজ করছে ছাত্রলীগ। স্থানীয়দের মাধ্যমে শ্রমিক সংকটের খবর পেয়ে সেখানে কাঁচি-মাথাল নিয়ে হাজির হই।’ কৃষক রামপ্রসাদ বলেন, ‘প্রথমে বিশ্বাস হচ্ছিল না, আকরামুল ভাই ও পার্থ দাদা তার কর্মীরা বিনা পারিশ্রমিকে জমির ধান কেটে ঘরে তুলে দেবে। জমির ধান কেটে বাড়িতে তুলে দেওয়ার পর আমার বিশ্বাস হয়েছে। খুব খুশি হয়েছি, তাদেরকে মুড়ি খাইয়ে আপ্যায়ন করেছি।’ এসময় উপস্থিত ছিলেন চাঁদখালী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ আঃ বারিক গাজী, প্রসেন ঢালী, প্রভাষক মোঃ বাবলুর রহমান,জেলা ছাত্রলীগনেতা মোঃ মাসুদুর রহমান মানিক, উপজেলা ছাত্রনেতা,মুক্ত অধিকারী ,সাংবাদিক শাহরিয়ার কবির ও যুবলীগের বাপ্পি সরদার, বিশ্বজিত দফাদার, খানজাহান, দেবব্রত মন্ডল দেবু, দিনার, সাইফুল ইসলাম, আঃ হাকিম, তুহিন, সবুজ, ছাত্রলীগের ,মোঃ মাহাবুবুর রহমান নয়ন, মোঃ শামিম হোসেন, ইমরান হোসেন রানা, আবু হাসান, ইমরান মালী, বাপ্পি সহ প্রমুখ।