মেহেদী হাসান কার্পাসডাঙ্গা প্রতিনিধিঃ দামুড়হুদা উপজেলার নাটুদাহ ইউনিয়নের
চন্দ্রবাস গ্রামের আওয়ামী লীগনেতা সালামের উপর পূর্ব শক্রতার জেরে হামলা চালিয়ে রক্তাক্ত আহত করার অভিযোগ উঠেছে। আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন সালাম। জানাগেছে, আজ শনিবার রাত ৯ টার দিকে
চন্দ্রবাস গ্রামের মৃত বশির উদ্দীনের ছেলে আব্দুস সালাম ভৈরবনগর পাড়ার হাবিবুরের চায়ের দোকানের সামনে দিয়ে সালাম তার নিজ বাড়িতে যাচ্ছিলেন। এসময় একই গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে মজিবার, মোঃ হিরাজের ছেলে
আব্দুল হাকিম, মোঃ মিয়াজানের ছেলে শফিকুল ও কুদ্দস এবং সামসুলের ছেলে জাহিদুল বাটাম দিয়ে বেধড়ক মারপিট করে এবং পকেটে থাকা ৭ হাজার টাকা ছিনিয়ে নেয়। মরপিটের কারনে মাথায় আঘাত হয়ে রক্তাক্ত জখম হয়। এসময়
স্থানীয়রা উদ্ধার করে চিকিৎসার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। আব্দুস সালাম অভিযোগ করে বলেন, পূর্ব শক্রতার জেরে তারা হামলা চালায় এবং পকেটে থাকা নগদ ৭ হাজার টাকা ছিনিয়ে নেই। বাটাম দিয়ে আঘাতের কারনে মাথায় ৪ টি শেলায় ও দাঁতে আঘাত পেয়েছে। এবিষয়ে মামলার প্রস্তুতি চলছে। আব্দুস সালাম স্থানীয় একটি পত্রিকায় সাংবাদিকতা করে বলে জানাগেছে।