নিজস্ব প্রতিনিধিঃ সাতক্ষীরা জেলা যুবলীগের পক্ষ হতে সাতক্ষীরা পৌরসভার ২ নং ওয়ার্ডের শতাধীক রোজাদার মানুষের মাঝে ইফতার বিতরন করা হয়েছে। পবিত্র মাহে রমজান উপলক্ষে মমঙ্গলবার (৫ই মে) বিকাল ৫.৩০ ঘটিকার সময় এই ইফতার সামগ্রী বিতরণ করেন জেলা যুবলীগের পক্ষ থেকে জি,এম ওয়াহিদ পারভেজ। ইফতার সামগ্রী বিতরণকালে জেলা যুবলীগের পক্ষ থেকে জি,এম ওয়াহিদ পারভেজ জানান, করোনা প্রাদুর্ভাবের কারনে মানুষ বাসা থেকে বের হতে পারছেন না। কিন্তু রমজান মাসে রোজাদার ব্যক্তিদের ইফতার সামগ্রী কিনতে বাজারে আসা লাগে।এতে করে তাদের করোনা ভাইরাস সংক্রমণের ঝুঁকি বাড়ছে। তাই রোজাদার ব্যক্তিদের বাড়িতে রাখা নিশ্চিত করার জন্য সংক্রমণের ঝুঁকি কমাতে জেলা যুবলীগের পক্ষ হতে ইফতার সামগ্রী বিতরন করছি বাড়িতে বাড়িতে যেয়ে । রমজান মাসব্যাপী আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।মহান আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন আমিন। এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক জহিরুল হক নান্টু, সাবেক ছাত্র নেতা বাংলাদেশ ছাত্র লীগ কেন্দ্রীয় নির্বাহী সদস্য জি এম ওয়াহিদ পারভেজ, যুবনেতা শেখ আব্দুল হালিম,শেখ আলমঙ্গির হোসেন,সাবেক ছাত্রনেতা ও যুবনেতা আব্দুল্যাহ আল মামুন,সাবেক ছাত্র নেতা তানভীর কবির রবিন সহ প্রমুখ।