মেহেরপুর,প্রতিনিধি: ঘোষণা দিয়ে কুপিয়ে যুবকের কব্জি কাটার অভিযোগে আলোচিত সেই জাহাঙ্গীর আলম ওরফে লিটন মেম্বরকে কারাগরে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। জাহাঙ্গীর হোসেনকে আদালতে নিয়ে জামিনের
আবেদন জানালে বিজ্ঞ বিচারক তার জামিন আবেদন না মুঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।সোমবার (৪ মে) বেলা ১২টার দিকে আদালতের মাধ্যমে মেহেরপুর জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তারিক হাসানের আদালতে জাহাঙ্গীর আলম লিটনের আইনজীবী জামিন প্রার্থনা করেন। বিজ্ঞ আদালত জামিন আবেদন না মঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। মেহেরপুর কোর্ট পুলিশ পরিদর্শক (ওসি) গোলাম মোহাম্মদ জাগো দেশকে বিষয়টি জানান।
এদিকে গাংনী থানার ওসি ওবাইদুর রহমান জাগো দেশকে জানান, গাংনী উপজেলার ছাতিয়ান গ্রামের হাসাদুল ইসলাম নামের একজনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হাতের কব্জি কাটার অভিযোগে গাংনী খানায় একটি মামলা দায়ের হয়। আহত হাসাদুল ইসলামের পিতা শফিউল ইসলাম বাদী হয়ে রোববার রাতে মটমুড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড সদস্য জাহাঙ্গীর আলম লিটনের নামে দণ্ডবিধির ৩২৩, ২৪, ২৬ ও ৩০৭ ধারায় ওই মামলাটি দায়ের করেন। কুমারীডাঙ্গা পুলিশ ক্যাম্প ইনচার্জ ও এ মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আব্দুল আলিম
বাংলানিউজকে জানান, মামলাটি তদন্ত শুরু করা হয়েছে। দ্রত সময়ের মধ্যে তদন্ত শেষ করে আদালতে প্রতিবেদন দেওয়া হবে। গতকাল রোববার (০৩ মে) দুপুর ২টায় সময় মাদক সংক্রান্ত একটি মামলার তদন্তের ঘটনা এবং এলাকায়
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হাসাদুল ইসলামকে ইউপি সদস্য লিটন ধারালো অস্ত্র দিয়ে তার কব্জি কেটে দেন। গাংনী থানার ওসি ওবাইদুর রহমান জাগো দেশকে জানান, লিটন মেম্বরের নামে মাদক, বোমাবাজি, অস্ত্র আইনে, হত্যাসহ নানা অভিযোগে একাধিক মামলা রয়েছে।