শিমুল রেজা, জাগো দেশ, প্রতিবেদকঃ কখনো পাথরে, কখনো গাছের পাতায়, কখনো মাছের গায়ে আরবি বর্ণে ‘আল্লাহ’শব্দটি রয়েছে এমন কথা শোনা যায়। এবার চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি গ্রাম সহ ইউনিয়নের বেশ কয়েকটি গ্রামে গতকাল সোমবার রাত ১০ টার দিকে হঠাৎ করে গুজব উঠে নারকেল গাছের পাতায় সাদা সাদা হয়ে আরবি লেখা ‘আল্লাহু’ শব্দটি লেখা পাওয়া গেছে বলে দাবী করেছে এলাকাবাসী। এমন খবর ছড়িয়ে পড়ে পুরো এলাকায় নারকেল গাছের পাতায় আল্লাহু নাম লেখা দেখতে লোকজন রাতেই তাদের বাড়িতে থাকা নিজ নিজজ নারকেল গাছের পাতায় লাইট মেরে দেখতে থাকে। আরবি হরফে লেখা আল্লাহর নাম লেখা আছে। এসময় বেশ কয়েকজন জানান, হঠাৎ করেই গত রাতে নারকেল গাছের পাতায় সাদা সাদা চুনের মত বস্তু দেখা গেছে।পাতাগুলো দেখে তারাও স্বীকার করেন যে এগুলো আরবি হরফে আল্লাহ লেখার সাথে হুবহু মিল রয়েছে।


সাংবাদিক শিমুল রেজা জানান, বিষয়টি দেখে আমি প্রথমে বিস্মিত হয়ে যায়। পরে পাতাগুলো দেখে এমন অনেক চিহ্ন পাওয়া যায় তার মধ্যে কয়েকটি চিহ্ন আরবি হরফে লেখা আল্লাহ লেখার সাথে মিল পাওয়া গেছে। এগুলো বিভিন্ন কিট পতঙ্গ পাতায় লাগার কারণে কাকতালীয় ভাবে আরবি হরফে আল্লাহ নাম লেখার সাথে মিল রয়েছে। এ খবর এলাকাবাসীর মধ্যে জানাজানি হলে নারকেলের পাতায় আল্লাহ লেখা দেখার জন্য উৎসুক জনতার ভীড় জমাতে থাকে।