আদালত সূত্রে জানা যায়, ২০১৮ সালের ২৮ মার্চ গভীর রাতে খোকসা উপজেলার পাইকপাড়া মির্জাপুর গ্রামে নিজ বাড়িতে গৃহবধূ শারমীন আক্তার ভানুকে (২৫) হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের ভাই সামছুল আলম বাদী হয়ে খোকসা থানায় নিহতের স্বামী দেলোয়ার হোসেন আপনসহ অজ্ঞাতদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। মামলাটির তদন্তভার গোয়েন্দা পুলিশের ওপর দেয়া হয়। তদন্ত
শেষে নিহতের স্বামী দেলোয়ার হোসেন জড়িত বলে প্রাথমিক সত্যতা পাওয়া যায়। এ বিষয়ে ২০১৮ সালের ৩১ আগষ্ট।আদালতে চার্জশিট দেয় পুলিশ। রাষ্ট্রপক্ষের কৌশলী অ্যাডভোকেট অনুপ কুমার নন্দী জানান, খোকসা থানার স্ত্রী হত্যা দায়ে করা মামলায় স্বামী দেলোয়ার হোসেন আপনের বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীভাবে
প্রমাণিত হয়। তাকে ১০ বছর কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছর সাজার আদেশ দিয়েছেন বিজ্ঞ আদালত।