কার্পাসডাঙ্গা অফিস:দামুড়হুদা উপজেলার নাটুদাহ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আ:লীগ নেতা ইয়াসনবী তরফদার গতকাল মঙ্গলবার নেতাকর্মীদের সাথে নিয়ে নাটুদাহ ইউনিয়নের চারুলিয়া,বোয়ালমারী, ছাতিয়ানতলা,চন্দ্রবাস,খলিসাগাড়ি,জগন্নাথপুর,কুনিয়া সহ তার নির্বাচনী এলাকায় ব্যাপক গনসংযোগ করেন।এসময় তিনি ভোটারদের কাছে তার অটোরিক্সা প্রতিকে ভোট প্রার্থনা করেন।ইয়াসনবী তরফদার বলেন আমাকে আপনাদের মূল্যবান ভোট দিয়ে নির্বাচিত করলে নাটুদাহ ইউনিয়নকে ডিজিটাল ইউনিয়ন ও সেবাবান্ধব ইউনিয়ন হিসাবে গড়ে তুলবো।ইয়াসনবী তরফদারের গনংযোগে ভোটারদের জনস্রোত লক্ষ করা গেছে।ইয়াসনবী তরফদার বলেন আমাকে চেয়ারম্যান নির্বাচিত করলে আপনাদের সেবক হিসাবে কাজ করবো।নাটুদাহ ইউনিয়নকে দূর্নিতিমুক্ত ইউনিয়ন হিসাবে গড়ে তুলবো।