বিজিবি জানায়, কাকডাঙ্গা সীমান্ত দিয়ে ভারতে স্বর্ণের একটি বড় চালান পাচার করা হচ্ছে- এমন গোপন সংবাদে কাকডাঙ্গা বিওপির কমান্ডার হাবিলদার মো. শহিদুল ইসলামের নেতৃত্বে বিজিবির একটি টহল দল সীমান্তবর্তী রওশনের মোড়ে অভিযান চালায়। ওই অভিযানে চোরাকারবারি মিলন মিয়াকে আটক করা হয়। পরে তার পায়ের জুতা থেকে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৯ পিস স্বর্ণের বার উদ্ধার হয়। উদ্ধার হওয়া স্বর্ণের বারের ওজন ১ কেজি ১৪৭ গ্রাম। যার আনুমানিক বাজার মূল্য ৫৬ লাখ ৭ হাজার ৩৭৫ টাকা বলে জানিয়েছে বিজিবি। এ ব্যাপারে সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মহিউদ্দীন খন্দকার সাংবাদিকে জানান, আটক মিলন মিয়াকে কলারোয়া থানায় সোপর্দ করা হয়েছে। একই সঙ্গে জব্দ করা স্বর্ণের বারগুলো সাতক্ষীরা ট্রেজারি অফিসে জমা রাখা হয়েছে বলেও জানিয়েছেন বিজিবির এই কর্মকর্তা।