বিনোদন প্রতিবেদনঃ দর্শক প্রিয় নির্মাতা ফরিদুল হাসান সম্প্রতি কক্সবাজারে তিনটি।নাটকের শুটিং শেষ করলেন। দুটি বিশেষ একক নাটক ও একটি ঈদ
উপলক্ষে ৭ পর্বে নাটক। এই তিনটি নাটকের অন্যতম চমক হচ্ছে জাহিদ হাসান ও নাদিয়া আহমেদ। জনপ্রিয় এই দুই মুখ জুটি হয়ে তিনটি নাটকেই অভিনয় করেছেন। জাকির হোসেন উজ্জ্বলের লেখায় একক একটি নাটকের নাম ‘কাপল টিকিট’ এবং সিফ্রাত মোশাররফের লেখায় অন্যটি ‘প্লিজ মাফ করবেন’।
আর ৭ পর্বের ‘বিগবস’ নাটকটি লিখেছেন বরজাহান হোসেন। এই তিনটি প্রজেক্টেই জাহিদ-নাদিয়া জুটির সঙ্গে অভিনয় করেছেন সাজু খাদেম, আরফান আহমেদ, আইরিন তানি আইরিন ও ফারজানা রিক্তা। ফরিদ উল হাসান বলেন, ‘কক্সবাজারের এই তিনটি প্রজেক্টের কাজ শেষ করেছি। এরমধ্যে ‘কাপল টিকিট’-এর গল্পে অবিবাহিত মধ্যবিত্ত একটি ছেলে ও একটি মেয়ের ‘কাপল টিকিট’ পাওয়াকে কেন্দ্র করে। আর ‘প্লিজ, মাফ করবেন’ একজন (জাহিদ) বংশ
থেকে পাওয়া সাইনোসাইটিস রোগীকে কেন্দ্র করে। যে রোগে ভুগবে, কিন্তু চিকিৎসা করাবে না। পরিপ্রেক্ষিতেকক্সবাজারে বউয়ের (নাদিয়া) সঙ্গে হানিমুন করতে এসে অনেক বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হতে হয়। তবে ‘বিগবস’
একটু ভিন্ন স্বাদের। যেখানে জাহিদ-নাদিয়া থাকেন ডিবি পুলিশঅফিসার। আর সাজু, আরফান, রিক্তা ও তানি অভিনয় করেছেন ইয়াবা পাচারকারী চরিত্রে।