জীবননগর প্রতিনিধি : চুয়াডাঙ্গার উথলী পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় নবনির্মিত ভবনের শুভ উদ্বোধন করা হয়েছে।৮ মার্চ রোববার সকাল ১১ টায় উথলী পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় নবনির্মিত ভবনের শুভ উদ্বোধন করেন চুয়াডাঙ্গা ২ আসনের সংসদ সদস্য হাজী মোঃ আলী আজগার টগর এমপি। নবনির্মিত ভবনের উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে সংক্ষিপ্ত আলোচনা করেন এ সময় তিনি বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড তুলে ধরেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও উথলী ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ সহ এলাকার সুধীজন।