স্থানীয়রা জানান, দুপুরে উপজেলার আমদহ গ্রাম থেকে কলা বোঝাইয়ের উদ্দেশ্যে একটি ট্রাক আশরাফপুর এলাকার দিকে যাচ্ছিল। একই সময় ফারুক স্কুল থেকে সাইকেলযোগে বাড়ি ফিরছিল। পথিমধ্যে বিশ্বাসপাড়া এলাকায় পৌঁছালে ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারিয়ে শিশু ফারুক হোসেনকে ধাক্কা দিলে সে
ট্রাকের নিচে পড়ে যায়। এতে ট্রাকের একটি চাকা তার মাথার ওপর দিয়ে চলে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা ঘাতক ট্রাকটি আটক করে পুলিশকে খবর দেয়। তবে দুর্ঘটনার পরপরই ওই ট্রাকের চালক ঘটনাস্থল থেকে
পালিয়ে গেছে। একপর্যায়ে খবর পেয়ে মেহেরপুর ফায়ার সার্ভিসের একটি
ইউনিট ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মেহেরপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। স্থানীয় ইউপি চেয়ারম্যান আনারুল ইসলাম অভিযোগ করে বলেন, চালকের পরিবর্তে হেলপার ট্রাকটি চালানোর কারণে
এই দুর্ঘটনা ঘটেছে। ঘটনার সত্যতা স্বীকার করে মেহেরপুর সদর থানার এসআই
রাজিব জাগো-দেশকে জানান, বিষয়টিতে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।