গাংনী প্রতিনিধিঃ মেহেরপুর ইজার উদ্দীন বয়স ৬২ পায়ে অজ্ঞাত রোগ হয়েছে তার পায়ে। বিভিন্ন ডাক্তার দেখিয়েও কোন প্রতিকার না পেয়ে অবশেষে কবিরাজের সরনাপন্ন হয়েছেন তিনি। বাজনার তালে তালে নেচে গেয়ে রোগ নিরাময়ের চেষ্টা করছেন ৭ সদস্য’র একটি কবিরাজী দল। চিকিৎসা আর নাচগান দেখতে ভিড় করছে এলাকাবাসি। ০৭-০৩-২০২০ ইং তারিখ শনিবার দিনভর মেহেরপুর জেলার গাংনী উপজেলার বামুন্দী কলেজ পাড়ায় এলাকা নাচ আর গানের মাধ্যমে রোগের চিকিৎসা করছেন কবিরাজ জহুরুল ইসলামের নেতৃত্বে ৭জন কবিরাজ। মা মানসার তন্ত্র মন্ত্র দিয়ে রোগ নিরাময় করছেন বলে দাবি তাদের। নেচে গেয়ে মা মানসার সাধনা করার পর রুগীর রোগ নিরাময়ের চেষ্টা চলে দিনভর। আজব চিকিৎসা, অদ্ভুত তার রোগ নির্ণয় পদ্ধতি। তথ্যপ্রযুক্তির এই
যুগেও নাচ আর গানের তালে তালে চিকিৎসা দেখতে উৎসুক জনতা ভিড় জমায়। জহুরুল ইসলামের কবিরাজের দাবি মা মানসার নামের তারা চিকিৎসা করে রুগীর রোগ নিরাময় করেন। কবিরাজের দাবি করেন, তার চিকিৎসায় অনেক
রোগী সুস্থ হয়েছেন। বংশ পরম্পর তিনি এ পেশার সাথে জড়িত। গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স্রের ভারপ্রাপ্ত আবাসিক মেডিকেল অফিসার ফেরদৌস পারভেজ
জানান, এ চিকিৎসার কোনো ভিত্তি নেই। ঐতিহাসিক ৭ মার্চে কোন কর্মসূচীই ছিলনা গাংনী উপজেলা আওয়ামীলীগের।