বাগেরহাট প্রতিনিধিঃ বাগেরহাটে মানসিক ভারসাম্যহীন তরুণী পারভীনের (২৪)
অভিভাবককে খুঁজছে পুলিশ। ওই তরুণীর অভিভাবককে খুঁজে পেতে বৃহস্পতিবার (৫ মার্চ) সকালে সকল থানায় বেতার বার্তা পাঠিয়েছে পুলিশ। বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহতাব উদ্দিন বলেন, বুধবার (৪ মার্চ) সকালে বাগেরহাট সদর উপজেলার কাড়াপাড়া গ্রামের একটি বাড়িতে পানি খাওয়ার জন্য ওই তরুণী যায়। তরুণী মানসিক ভারসাম্যহীন বিষয়টি বুঝতে পেরে স্থানীয় নারী ইউপি সদস্যকে খবর দেয় ওই বাড়ির লোকজন। পরে ইউপি সদস্য শেফালি বেগম মেয়েটিকে থানায় হস্তান্তর করেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই তরুণী নিজেকে পারভীন হিসেবে পরিচয় দিয়েছেন। সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার তুলশীডাঙ্গা গ্রামের মৃত আনছার আলীর মেয়ে। তরুণীর দেওয়া ঠিকানা অনুযায়ী পুলিশ এখনো কাউকে খুঁজে পাচ্ছে না
বলে জানিয়েছেন বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো মাহতাব উদ্দিন।
তিনি আরও বলেন, তরুণীর অভিভাবকদের খুঁজে পেতে আমরা সকল থানায় বেতার বার্তা পাঠিয়েছি। তার বৈধ অভিভাবকদের বাগেরহাট থানায় যোগাযোগের জন্যও অনুরোধ করেন তিনি।