ক্রীড়া প্রতিবেদক: এবারের বিপিএলের শেষ লড়াই শুরু হচ্ছে। ট্রফি হাতে তুলতে
যুদ্ধে নামছে খুলনা টাইগার্স ও রাজশাহী রয়ালস। ইতোমধ্যে হয়ে গেছে এই ম্যাচের মহাগুরুত্বপূর্ণ টস। টসে জিতে ফিল্ডিং নিয়েছেন খুলনার অধিনায়ক। ঠিক সন্ধ্যা সাতটায় মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে ফাইনালের লড়াই। ম্যাচ শুরুর আগে দেখে নিন সম্ভাব্য একাদশ। খুলনা টাইগার্স সম্ভাব্য একাদশ: নাজমুল হোসেন শান্ত, মেহেদি হাসান মিরাজ, রাইলি রুশো, শামসুর রহমান, মুশফিকুর রহিম (অধিনায়ক ও উইকেটরক্ষক), নাজিবউল্লাহ জাদরান, রবি ফ্রাইলিঙ্ক, মোহাম্মদ আমির, শফিউল ইসলাম, শহিদুল ইসলাম, আমিনুল ইসলাম বিপ্লব। রাজশাহী রয়্যালস সম্ভাব্য একাদশ: লিটন দাস, আফিফ হোসেন, ইরফান শুক্কুর (উইকেটরক্ষক), অলক কাপালি, শোয়েব মালিক, আন্দ্রে রাসেল (অধিনায়ক), মোহাম্মদ নওয়াজ, ফরহাদ রেজা, কামরুল ইসলাম রাব্বি, আবু জায়েদ রাহী, মোহাম্মদ ইরফান।