themesbaz_sky_19
ঘোষনা :
জাগোদেশ২৪ ডটকমে আপনাকে স্বাগতম , সর্বশেষ সংবাদ জানতে জাগোদেশ২৪ ডটকমের সাথে থাকুন । জাগোদেশ২৪ডটকমের জন্য  সকল জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে।  আগ্রহী প্রার্থীগণ জীবন বৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ১কপি ছবি ও শিক্ষাগত যোগ্যতার সনদপত্রসহ ই-মেইল পাঠাতে পারেন। ই-মেইল:
পুরাতন খবর খুজছেন ?

বেফাঁস মন্তব্য করে বিপাকে কাজী হায়াৎ

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী, ২০২০
  • ৬ বার নিউজটি পড়া হয়েছে

বিনোদন প্রতিবেদক: বেফাঁস মন্তব্য করে ফেঁসে গিয়েছেন স্বনামধন্য চলচ্চিত্র পরিচালক কাজী হায়াৎ। হঠাৎ বেফাঁস মন্তব্য করে রোষানলের শিকার হয়েছেন চলচ্চিত্রের এই ব্যক্তিত্ব। সম্প্রতি মেকআপম্যান ও স্টিল ফটোগ্রাফারদের তিনি ‘চামচা’ বলে অভিহিত করেন। একটি ভিডিও বার্তায় তিনি বলেন, ‘আমাদের বাংলা চলচ্চিত্র শিল্পের দুটি ডিপার্টমেন্ট ‘মেকআপম্যান’ ও ‘স্টিল ফটোগ্রাফার’। এদের যারা প্রধান থাকেন তারা সাধারণত নায়ক-নায়িকা, প্রযোজকদের
মোসাহেবি করে, বাংলা কথায় চামচামি করে। তিনি আরও বলেন, যদিও ‘চামচামি’ বলার জন্য অনেকে আমার ওপর রাগ করতে পারেন। তাদের তো বিবেক আছে, ব্যক্তিত্ব আছে। তাদের ব্যক্তিত্বে আঘাত লাগে না চামচামি
করতে? আমার পক্ষ থেকে আমি বলব, আমার বয়স ৭৩। ৫০তম ছবির কাজ চলছে। এখনই তো আমার বলার সময়। আমি ছাড়া বলার আর কেউ নেই।’ এদিকে কাজী হায়াতের এমন মন্তব্যে চটেছেন মেকআপম্যান ও স্টিল ফটোগ্রাফারদের অনেকেই। তারা ফেসবুকে প্রসঙ্গটি নিয়ে সমালোচনা করছেন। এ প্রসঙ্গে স্টিল ফটোগ্রাফার জিডি পিন্টু ফেসবুক স্ট্যাটাসে লিখেন: ‘গীবত আর
দম্ভোক্তির কিছু অডিও। কী উদ্ভট উম্মত্ত অবিমৃষ্যকারিতায় দীর্ঘদিনের মধুর সম্পর্ক, শ্রদ্ধা আর ভালোবাসার নিকুঞ্জের সিংহদ্বারের খিলি এঁটে দেওয়া হল।
তিনি আরও লিখেছেন, চলচ্চিত্রের অবহেলিত দুটি পেশাজীবী শিবিরে এখন শুধু ক্ষোভ। এখন থেকে তাঁর কোনো ছবিতে স্থির চিত্রযন্ত্রের শাটারের শব্দ হবে না- ফ্ল্যাশও জ্বলবে না।’ স্টিল ফটোগ্রাফার শাহ সুলতান বলেন, ‘ঢালাওভাবে সবাইকে ছোট করেছেন তিনি। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি। কাজী হায়াতের ছবি তুলব না কেউ।’ এছাড়াও আরো কয়েকজন তাদের ফেসবুকে ঘটনার নিন্দা জানিয়েছেন। এদিকে কেউ কেউ উকিল নোটিশ পাঠাবেন বলেও শোনা যাচ্ছে। উল্লেখ্য, বাংলাদেশের একজন স্বনামধন্য চলচ্চিত্র পরিচালক কাজী হায়াৎ। তিনি একাধারে প্রযোজকও। দাঙ্গা, ইতিহাস, অন্ধকার’সহ অর্ধশত সিনেমার নির্মাতা। ক্যারিয়ারে আটবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। নির্মাণের পাশাপাশি চলচ্চিত্রে অভিনয়ও করেছেন। দেশে-বিদেশে তার অসংখ্য ভক্ত রয়েছে তার কাছ থেকে এমন বেফাঁস মন্তব্য তাই স্বাভাবিকভাবে নিতে পারছেন না সহকর্মীরা।

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর ....
© All rights reserved © 2019 jagodesh24.com
Design & Developed BY Anamul Rasel