themesbaz_sky_19
ঘোষনা :
জাগোদেশ২৪ ডটকমে আপনাকে স্বাগতম , সর্বশেষ সংবাদ জানতে জাগোদেশ২৪ ডটকমের সাথে থাকুন । জাগোদেশ২৪ডটকমের জন্য  সকল জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে।  আগ্রহী প্রার্থীগণ জীবন বৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ১কপি ছবি ও শিক্ষাগত যোগ্যতার সনদপত্রসহ ই-মেইল পাঠাতে পারেন। ই-মেইল:
পুরাতন খবর খুজছেন ?

আজ সালমার জন্মদিন

  • আপডেট টাইম : বুধবার, ১৫ জানুয়ারী, ২০২০
  • ৬ বার নিউজটি পড়া হয়েছে

জাগো দেশ ডেস্কঃ জনপ্রিয় ক্লোজআপ তারকা ও কণ্ঠশিল্পী মৌসুমি আকতার সালমার জন্মদিন আজ। এই বিশেষ দিনটি অন্যান্য বারের চেয়ে এবার একটু বিশেষভাবে পালন করছেন এই ক্লোজআপ তারকা। জন্মদিন সালমাকে বিশেষভাবে চমকে দিয়েছেন তার স্বামী সানাউল্লাহ নূর। তিনি জমকালো আয়োজনে সালমার জন্মদিন পালন করেছেন। সালমা এবার রাত ১২টার পর স্বামীর সাথে জন্মদিনের কেক কেটেছেন। জন্মদিনের আয়োজনে তিনি ফেসবুক
লাইভে এসেছিলেন। সেখানে দেখা যায় নানা রঙের বেলুন ও ফুল দিয়ে সাজানো হয়েছে চারদিক। সালমা লাইভে এসে বলেন, ‘আমি অনেক আনন্দিত। খুব সুন্দর
করে আমার জন্মদিনের আয়োজন করা হয়েছে। আমার স্বামী সন্ধ্যা থেকে এই আয়োজন করেছে।’ গনমাধ্যমের কাছে সালমা বলেন, এবার আমার জন্মদিনে দারুণ সারপ্রাইজ দিয়েছে আমার স্বামী। এতো আয়োজন করবে বুঝতে পারিনি। সব মিলিয়ে পারিবারের সঙ্গে খুব ভালো কাটছে এবারের জন্মদিনটি। এছাড়া রাত ১২টার পর থেকেই শুভেচ্ছা জানিয়ে চলেছেন আমার অনেক প্রিয়মানুষ,
শুভাকাঙ্ক্ষী ও ভক্তরা। সবার ভালোবাসায় বেশ কাটছে দিনটা। তিনি আরো বলেন, জন্মদিনে বাবা, মা, আমার বড় মেয়ে স্নেহা সবার সঙ্গে কথা হয়েছে। সবাই শুভেচ্ছা জানিয়েছে। এদিকে শিগগিরই প্রকাশ হতে যাচ্ছে জনপ্রিয় সংগীত পরিচালক ও শিল্পী হাবিব ওয়াহিদের সুরে সালমার প্রথম গান ‘তোমার অপেক্ষায়’। গানটির কথা লিখেছেন অমিত কুমার এবং সুর ও সংগীত করেছেন শিল্পী হাবিব ওয়াহিদ। গানটির ভিডিও আসছে (১৬ জানুয়ারি) সন্ধ্যায় হাবিব ওয়াহিদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে। এই ভিডিওতে
সালমার সঙ্গে দেখা যাবে তরুণ মডেল ফারহানা প্রিয়াকে। প্রসঙ্গত, ক্লোজআপ তোমাকেই খুঁজছে বাংলাদেশ প্রতিযোগিতার দ্বিতীয় আসরের বিজয়ী হয়েছিলেন সালমা। এরপর অ্যালবাম, প্লেব্যাক সবখানেই সালমা তুমুল জনপ্রিয়তা পান।
সালমার পরিচিতি পাওয়ার আরো একটি দিক হচ্ছে ঐতিহ্যগত লোকগীতি দিয়ে। কুষ্ঠিয়া শহরে জন্ম ও বেড়ে ওঠা সালমার সংগীতের মূল প্রেরণা হচ্ছেন লালন শাহ্। এসকে

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর ....
© All rights reserved © 2020 jagodesh24.com
Design & Developed BY Anamul Rasel