সাতক্ষীরা প্রতিনিধিঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় আমীর আলী (৪৫) ও
ফাতেমা খাতুন (২১) নামে দুই নারী পুরুষ আত্মহত্যা করেছেন। রোববার দুপুরে উপজেলার বুড়িগোয়ালিনীর গ্রাম ও কাশিমাড়ী ইউনিয়নের গোবিন্দপুর গ্রাম থেকে পুলিশ তাদের মরদেহ উদ্ধার করে। মৃতরা হলেন— বুড়িগোয়ালিনীর তাকিম গাজীর ছেলে আমীর আলীর ও কাশিমাড়ী ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে বাবুল হোসেনের স্ত্রী ফাতেমা খাতুন। শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নাজমুল হুদা জানান, আমীর আলীর মরদেহ নিজ বাড়ির আড়ায় ঝুলন্ত অবস্থায় পাওয়া
যায়। অপরদিকে ফাতেমা খাতুনের মরদেহ স্বামীর বাড়ির আড়ায় ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। ওসি আরও জানান, উভয় ঘটনায় দাম্পত্য কলহের জেরে আত্মহত্যা করেছে নারী পুরুষ। মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরায় সদর হাসপাতালে পাঠানো হয়েছে।