জাগো দেশ, প্রতিবেদননঃ ১৩ দফা দাবি জানিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)কে চিঠি দিয়েছেন আন্দোলনকারী ক্রিকেটাররা। বুধবার সন্ধ্যায় এই চিঠি পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ক্রিকেটারদের আইনজীবী ব্যারিস্টার মোস্তাফিজুর রহমান। এর আগে বিসিবির ডাকে সাড়া না দিয়ে গুলশানের হোটেল
সিক্স সিজন্সে সংবাদ সম্মেলন করছেন আন্দোলনকারী ক্রিকেটাররা। সংবাদ সম্মেলনে ক্রিকেটারদের পক্ষে ১৩ দফা দাবি উত্থাপন করেন ব্যারিস্টার মোস্তাফিজুর রহমান। এর আগে বিকেল পাঁচটার পরে ওই হোটেলে বৈঠক করেন
সাকিব আল হাসানরা। এদিকে বিসিবি কার্যালয়ে ক্রিকেটারদের অপেক্ষায় আছেন বোর্ড সভাপতি। এর আগে দুপুরে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার
সঙ্গে দেখা করেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান ও অন্যতম পরিচালক নাঈমুর রহমান। সেখান থেকে বিকেল সাড়ে তিনটায় তারা গিয়েছেন বিসিবি
কার্যালয়ে। কিন্তু সেখানে ক্রিকেটাররা না গিয়ে সংবাদ সম্মেলন করছেন।
গত সোমবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের একাডেমি মাঠে জমায়েত হয়ে ধর্মঘটের ডাক দেন সাকিব আল হাসানের নেতৃত্বে দেশের প্রথম শ্রেণির ক্রিকেটাররা। দ্রুত সমাধানের দাবিতে তারা তুলে ধরেন ১১ দফা দাবি। কিন্তু ১১ দফা দাবিতে আন্দোলনে নামলেও এখন ১৩ দফা দাবি তুলে ধরা হয়েছে।