কার্পাসডাঙ্গা থেকে,মেহেদী হাসান মিলন:খুলনা বিভাগীয় কমিশনার মো:ইসমাইল হোসেন এনডিসি সস্ত্রীক গতকাল সোমবার বিকাল ৪ টার দিকে কার্পাসডাঙ্গা তালসারী ডিসিইকোপার্ক পরিদর্শন করেন। এসময় বিভাগীয় কমিশনার মো:ইসমাইল হোসেন এনডিসি বেলুন উড়িয়ে নয়ানাভিরাম পিকনিক শেড চরুই ভাতির উদ্বোধন করেন।পিকনিক শেড চরুইভাতি নির্মানে ক্ষতিগ্রস্থ লিজ গ্রহীতা কৃষকদের মাঝে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি থেকে ৭ জন কৃষকের মাঝে আর্থিক ক্ষতিপূরন প্রদান করেন খুলনা বিভাগীয় কমিশনার মো:ইসমাইল হোসেন এনডিসি।আর্থিক ক্ষতিপূরন প্রদান অনুষ্ঠান শেষ করে বিভাগীয় কমিশনার তালসারী ডিসি ইকোপার্কে পলাশ ফুলের চারা রোপন করেন।বিভাগীয় কমিশনারের পত্নী কৃষ্ণচূড়া,জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার পলাশ ফুল, জেলা প্রশাসক পত্নী একটি কৃষ্ণচূড়া ফুলের চারা রোপন করেন।বৃক্ষ রোপন শেষ করে তালসারী ডিসি ইকোপার্কে প্রধান অতিথি বিভাগীয় কমিশনার মো:ইসমাইল হোসেন ওয়াচ টাওয়ারের ভিত্তিপ্রস্থর অনুষ্ঠান শেষ করে ডিসি ইকোপার্কের এলাকা ঘুরে দেখেন এবং বিভিন্ন চলমান কাজ দেখে সন্তোষ প্রকাশ করেন।এসময় সাথে ছিলেন দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার দিলারা রহমান,সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো:হাবিবুর , অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট সাজিয়া আফরিন সহ জেলা প্রশাসনের ম্যাজিষ্ট্রেট গন ।এসময় উপস্থিত ছিলেন আসলাম মেম্বর, সাংবাদিক শরীফ রতন,মেহেদী হাসান মিলন,মোজাম্মেল হক,তোতা,মিলন, ইকবাল প্রমুখ।