স্টাফ রিপোর্টারঃ মতিঝিল ও গুলিস্তান এলাকায় শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ
করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। নিয়মিত উচ্ছেদ কার্যক্রমের অংশ হিসেবে বুধবকার ফনিক্স রোডের ওসমানী উদ্যানের দক্ষিণ পার্শ্বে গোলাপশাহ মাজার
হতে জিরো পয়েন্ট পর্যন্ত রাস্তার উভয় পার্শ্বের ফুটপাথে বসে ব্যবসা করা ভাতের হোটেল, ফলের দোকান, জুতার দোকানসহ শতাধিক দোকান উচ্ছেদ করা হয়।
মতিঝিলের ইসলাম টাওয়ারের পশ্চিম ও দক্ষিণ পার্শ্বের রাস্তা ও ফুটপাথ এর উপর অবৈধভাবে স্থাপিত অস্থায়ী দোকান, কাপড়, জুতা, ফলের জুস, ভাতের হোটেল, মসল্লার ইত্যাদি বিক্রির কমবেশী ৬০টি দোকান ও স্থাপনা উচ্ছেদ করা হয়। কর্পোরেশনের প্রধান সম্পত্তি কর্মকর্তা মোঃ রাসেল সাবরিন, সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ মনিরুজ্জামান, নির্বাহী ম্যাজিষ্ট্রেট ইরফান উদ্দিন আহমেদ অভিযানকালে উপস্থিত ছিলেন।