স্টাফ রিপোর্টারঃ বগুড়ার ধুনটে সরষে ক্ষেত থেকে কার্টনের ভেতর পলিথিনে মোড়ানো এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ।সোমবার বিকেলে উপজেলার এলাঙ্গী ইউনিয়নের তারাকান্দি গ্রামের ফসলের ফাঁকা মাঠ থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানায়, সরষে ক্ষেতে কার্টনের ভেতর পলিথিনে মোড়ানো ছেলে নবজাতকের লাশ দেখে পুলিশে খবর দেন কৃষকরা। পরে পুলিশ লাশটি উদ্ধার করে থানা হেফাজতে নেয়।ধুনট থানার এসআই রুহুল আমীন খান বলেন, নবজাতকের লাশটি উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সকালে লাশটি বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে। কয়েক ঘণ্টা আগে কে বা কারা গোপনে শিশুটির লাশ সরষে ক্ষেতে ফেলে রেখে গেছে বলে ধারণা করা হচ্ছে।