হাফিজুর রহমান স্টাফ রিপোর্টার :আজ ১৯ জানুয়ারী মঙ্গলবার দুপুর ২টায় জীবননগর-মাজদিয়া স্থলবন্দর পরিদর্শন করেন তিনি। এ সময় তিনি স্থল বন্দরের অবকাঠামো ও সুযোগ-সুবিধা দেখে সন্তোষ প্রকাশ করেন। এবং জীবননগর দুই দেশের সেতুবন্ধনে যুক্ত হতে পারে এ আশার বাণী শুনিয়ে গেলেন সুযোগ্য চেয়ারম্যান মহোদয়।পরিদর্শনকালে সচিব মহোয়ের সফরসঙ্গী ছিলেন, হাসান আলী, তত্বাবধায়ক প্রকৌশলী ও চেয়ারম্যানের একান্ত সচিব কবির খাঁন। এ সময় আরো উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব হাজী মোঃ হাফিজুর রহমান হাফিজ, জীবননগর উপজেলা নির্বাহী অফিসার এস, এম মনিম লিংকন স্থানীয় সুধি বৃন্দ, সাংবাদিকবৃন্দ সহ আরো অনেকে।