টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের বাসাইলে সাপের কামড়ে রুহান মিয়া (১৮) নামের এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। মঙ্গলবার ভোরে উপজেলার কাশিল মধ্যপাড়া এলাকার এ ঘটনা ঘটে। স্থানীয় ইউপি সদস্য আবদুল কুদ্দুছ মিয়া এ তথ্যটি নিশ্চিত করেছেন। নিহত রুহান ওই এলাকার আব্দুল করিম মিয়ার ছেলে। তিনি টাঙ্গাইলের সৃষ্টি কলেজের একাদশ শ্রেণির ছাত্র। পুলিশ ও স্থানীয়রা জানান, সোমবার রাত সাড়ে ১০টার দিকে রুহান পাশের গ্রাম নাকাছিমে টেটা দিয়ে মাছ ধরতে যায়। এ সময় সড়কের পাশে তাকে সাপে কামড় দেয়। বিষয়টি স্থানীয়দের জানালে তারা রুহানকে দ্রুত তার বাড়িতে পৌঁছে দেয়। এরপর স্থানীয় কবিরাজ দিয়ে ঝাড়ফুঁক দেয়া হয়। এক পর্যায়ে রুহানের অবস্থা খারাপ হলে তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করেন। পরে ঢাকায় নেয়ার পথে তার অবস্থা আরও খারাপ হলে তাকে সাভারের একটি হাসপাতালে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।