জাগো দেশ, নিজস্ব প্রতিবেদকঃ চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গায় ৭ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ অপচেষ্টা মামলায় আলমডাঙ্গার বলেশ্বরপুর গ্রামের শাফায়েত আলীকে গ্রেফতার করেছে পুলিশ। ধর্ষণ অপচেষ্টার মূল আসামি একই গ্রামের হাকিমুল গা-ঢাকা দিয়েছে। জানা গেছে, আলমডাঙ্গা উপজেলার বুড়োপাড়া গ্রামের কিশোরী বয়সের চৌকাঠে পা রাখা এক মেয়ে হাড়োকান্দি- বলেশ্বরপুর মাধ্যমিক বিদ্যালয়ে এ বছর ৭ম শ্রেণিতে পড়ছে। বিদ্যালয়ে যাওয়া- আসার পথে একই গ্রামের খায়রুলের বখাটে ছেলে হাকিমুল তাকে প্রয় কু- প্রস্তাব দিয়ে আসছিল। গত ১৯ জুন বিদ্যালয় ছুটির পর মেয়েটি বাড়ি ফিরছিল। বিকেল ৪টার দিকে মেয়েটি বুড়োপাড়া – বলেশ্বরপুর মাঠের মাঝে পৌঁছলে বখাটে হাকিমুল কয়েকজন বন্ধুকে নিয়ে মেয়েটির পথ রোধ করে দাঁড়ায়। এক পর্যায়ে ভয় দেখিয়ে তাকে ধরে নিয়ে যায় পার্শ্ববর্তি শুষ্ক সেচখালের ভেতর। সেখানে ধর্ষণ অপচেষ্টা চালায়। সে সময় কিশোরী মেয়েটির চিৎকারে বিদ্যালয় ফেরত অন্যান্য শিক্ষার্থিরাঘটনাস্থলে ছুটে গেলে বখাটে হাকিমুল সাঙ্গপাঙ্গ নিয়ে পালিয়ে যায়।