হাফিজুর রহমান স্টাফ রিপোর্টার : সোমবার ২৭ জুলাই রাত ৮ টার সময় জীবননগর উপজেলার উথলী গ্রামের তিনজন বন্ধুর এক অদ্ভুত উদ্যোগে
কিছু অসহায় প্রতিবেশীদের মাঝে চামড়ার জুতা বিতরণ করা হয়েছে। ঈদ উপলক্ষে দরিদ্র পরিবার হলো সকলেই কমবেশি একটি নতুন জামা অথবা গেঞ্জি গায়ে দেয়। কিন্তু অনেকেই দেখা যায় একই জুতা পরে বিভিন্ন জায়গায় চলাফেরা করে। এমনকি আত্মীয়-স্বজন বাড়িও সেই জুতায় নতুন বছর ঈদের দিনও পায়ে দেয়। এই জন্য জীবননগর উপজেলার উথলী গ্রামের তিনজন বন্ধু মিলে উদ্যোগ নেয় তাদের মহল্লার এবং আশপাশের কিছু দরিদ্র মানুষের নতুন চামড়ার জুতা উপহার দেওয়ার উদ্যোগ গ্রহণ করেন। সামনে ঈদুল আযহা উপলক্ষে ঈদের দিন যেন তারা নতুন জুতা পায়ে দিতে পারে। এ জন্য উথলী গ্রামের মাহমুদ হাসান জিবা এবং তার বন্ধু তরিকুল ইসলাম রাজু ও লিটন মনিরুল ইসলাম মনির এর সহযোগিতায় ২০ জোড়া নতুন চামড়ার জুতা তাদের বাড়িতে গিয়ে পায়ের সাথে মিলিয়ে মিলিয়ে সেট করে তাদেরকে উপহার দেওয়া হয়। এদের মধ্যে শিশুরাও ছিলো। এই উদ্যোগ দেওয়া জন্য এলাকা বাসী সাদুবাদ জানান।