খন্দকার শাহ আলম মন্টু, আলমডাঙ্গা অফিসঃ আলমডাঙ্গা ভ্রাম্যমান আদালতে একজনের ২ মাস কারাদন্ড ও একজনের ২ হাজার টাকা জরিমানা করেছে নির্বাহী ম্যাজিষ্ট্রেট।গতকাল আলমডাঙ্গা উপজেলার মুন্সিগঞ্জ ক্যাম্পের আইসি কেষ্টপুর আবাসন থেকে মৃত লোকমানের ছেলে মাদক ব্যাবসায়ি রবিউল (৩৬)কে আটক করে থানায় নিয়ে আসে।অন্যদিকে আলমডাঙ্গা থানার এএসআই নাজমুল পৌর এলাকার এরশাদপুর থেকে মোহাম্মদ মালিথার ছেলে মাদক ব্যাবসায়ি বাবুল (২৬) কে আটক করে নিয়ে আসে।থানা অফিসার ইনচার্য আলমগির কবির উপজেলা নির্বাহী অফিসার মোঃ লিটন আলীকে জানান।পরে উপজেলা নির্বাহী অফিসার নির্বাহী ম্যাজিষ্ট্রেট হিসেবে রাত সাড়ে ১১ টার দিকে ভ্রাম্যমান আদালত বসিয়ে রবিউলকে ২ মাসের কারাদন্ড প্রদান করেন।এবং বাবুলকে ২ হাজার টাকা জরিমানা করেছে।এ ছাড়াও হাপানিয়া আইসি ক্যাম্প পুলিস রুইতনপুর গ্রামের নুরইসলামের ছেলে খালিদ (১৪) কে আটক করে নিয়ে আসে।সে নাবালক হওয়ায় মুছলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।এ ছাড়াও পাচকমলাপুর ক্যাম্পের আইসি এএসআই জিন্নাহ চুয়াডাঙ্গা সদরের ভান্ডরদহ থেকে আব্দুল গনির ছেলে চোর চক্রের সদস্য আসাদুল চোরকে আটক করে থানায় নিয়ে আসে।তার নামে চুরি মামলা দিয়ে চুয়াডাঙ্গা জেল হাজতে প্রেরন করেছে।