মাহবুব আলম সেলিম, নরসিংদী জেলা প্রতিনিধিঃ আজ রবিবার (২৭ জুলাই) উৎসর্গ ফাউন্ডেশন নরসিংদী জেলা শাখার উদ্যোগে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচীর অংশ হিসেবে আজ রায়পুরা উপজেলা শাখার বৃক্ষরোপণ ও বৃক্ষবিতরণ কর্মসূচী পালন করা হয়। শুভ উদ্বোধন করেন রায়পুরা পৌরসভার মেয়র মো. জামাল মোল্লা। মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচী উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহসিনুল কাদির, উৎসর্গ ফাউন্ডেশন নরসিংদী জেলা শাখার সভাপতি ফারহান জুনায়েদ, রায়পুরা উপজেলা শাখার সভাপতি আনিসুজ্জামান খান তুষার ও সাধারণ সম্পাদক মোমেন আহমেদ জয় এবং উপজেলা শাখার অন্যান্য নেতৃবৃন্দ।