মাহবুব আলম সেলিম, নরসিংদী জেলা প্রতিনিধিঃ আজ বৃহস্প্রতিবার (২৩ জুলাই) করোনাজনিত পরিবর্তিত পরিস্থিতিতে জেলা প্রশাসনের উদ্যোগে তৈরিকৃত “অনলাইন বিকিকিনিঃ নরসিংদীর কোরবানির হাট” নামক ওয়েবসাইট ও মোবাইল অ্যাপের মাধ্যমে জনসমাগম এড়িয়ে কোরবানির পশু ক্রয়ে জনসাধারণকে উদ্বুদ্ধকরণের লক্ষ্যে নরসিংদী জেলার সকল উপজেলায় একযোগে লিফলেট বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।।লিফলেট বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন মান্যবর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এবং দেশের অভ্যন্তরে করোনা ভাইরাস প্রতিরোধ সংক্রান্ত কমিটি, নরসিংদী জেলার সভাপতি সৈয়দা ফারহানা কাউনাইন। কোভিড-১৯ এর সংক্রমণ হ্রাসে নরসিংদী জেলার অস্থায়ী কোরবানির পশুর হাটের সংখ্যা এক তৃতীয়াংশে নামিয়ে আনা হয়েছে উল্লেখ করে মান্যবর প্রধান অতিথি তাঁর বক্তব্যে “অনলাইন বিকিকিনিঃ নরসিংদীর কোরবানির হাট” ওয়েবসাইট ও মোবাইল অ্যাপের সুবিধাসমূহ জনগণের নিকট তুলে ধরার জন্য গণমাধ্যম কর্মীসহ সংশ্লিষ্ট সকলের প্রতি আহবান জানান।