কবি রিতুনুর।
এদেশের কৃষকেরা থাকে
সাংঘাতিক মনোবল নিয়ে
করোনার ভয়ে পরেনি নুয়ে।
মেহনত করে চলছেই অবিরাম,
পায়ে ফেলে মাথার ঘাম।
গোধুলী নামার আগে
কেউ ফিরে না বাড়ী
পাঁয়ে হেঁটে চলছে মাইলে পর মাইল
নেই পেট্রোল গাড়ি।
শাক শুঁটকি খেঁসারি ডাল
এভাবেই চলছে তাদের
বর্তমান জীবন কাল।
গম তুলে সরিষা লাগায়,
আড়ালে কেঁদে দুঃখ ভাগায়।