আশানুর রহমান, গাজীপুর প্রতিবেদকঃ ঈদুল আজহা ঘিরে চারটি চ্যালেঞ্জ সামনে রেখে দিন- রাত কাজ করছেন গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র জাহাঙ্গীর আলম। করোনা সংক্রমণের বিষয়টি মাথায় রেখে স্বাস্থ্যবিধি বজায় রেখে এরইমধ্যে সীমিত সংখ্যক পশুর হাট বসানোর বিষয়ে সিদ্ধান্ত নিয়েছেন তিনি। একইসঙ্গে অনলাইনের বেচাকেনার প্রতি জোর দিয়েছেন। সংশ্লিষ্টরা জানান, সীমিত সংখ্যক হাট বসালেও পর্যাপ্ত পরিমাণ কোরবানির পশু বেচাকেনার ক্ষেত্রে কোনো অসুবিধা হবে না। একইসঙ্গে সামাজিক দূরত্ব বজায় রেখে পশু বেচাকেনার ব্যবস্থাও রাখা হয়েছে। এছাড়া ঈদের জামাত, পোশাক কারখানার ছুটির বিষয় ও ঈদের বাজারে স্বাস্থ্য সুরক্ষা বজায় রেখে কীভাবে নিরাপদে করা যায়, সে বিষয়ে সক্রিয় রয়েছেন মেয়র। পাশাপাশি সবাইকে স্বাস্থ্যবিধি বজায় রেখে চলাচলের বিষয়েও নিরলস কাজ করছেন তিনি। গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র জাহাঙ্গীর আলম বলেন, গাজীপুরে চারটি চ্যালেঞ্জ রয়েছে। তা হলো- পশুর হাট, পোশাক কারখানা, ঈদের জামাত ও ঈদের বাজার। মেয়র বলেন, এ চারটি বিষয় নিয়ে সবাইকে সচেতন হতে হবে। তাহলে করোনার ভয়াবহতা থেকে মুক্তি পাবো। আর অসচেতন হলে ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন হতে হবে। স্বাস্থ্যবিধি মেনে কোরবানির সব প্রক্রিয়া সম্পন্ন করতে নগরবাসীর প্রতি আহবান জানান মেয়র জাহাঙ্গীর।