মাছুম বিল্লাহ ,পাইকগাছ,( খুলনা) প্রতিনিধিঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবর্ষ (মুজিব বর্ষ) উপলক্ষে পাইকগাছা উপজেলা পূজা উদযাপন পরিষদের বৃক্ষরোপন কর্মসূচী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসাবে শুক্রবার সকালে উপজেলা কেন্দ্রীয় পূজা মন্দির সরল কালি বাড়ীতে পূজা পরিষদের সভাপতি ও উপজেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি সমিরণ সাধুর সভাপতিত্বে। অনুষ্ঠিত অালোচনা সভার শুরুতেই একমিনিট নিরবতা পালন সহ গীতা পাঠ করা হয়। সভাশেষে প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান গাজী মোহাম্মদ আলী বৃক্ষরোপন কর্মসুচির উদ্বোধন করেন। সংগঠনের সাধারণ সম্পাদক ও উপজেলা আ’লীগের যুগ্ম-সম্পাদক আনন্দ মোহন বিশ্বাসের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন। পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর,সাবেক অধ্যক্ষ রমেন্দ্রনাথ সরকার, উপজেলা আ’লীগের সভাপতি আনোয়ার ইকবাল মন্টু। পূজা পরিষদের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, মুরারী মোহন সরকার, যুগোল কিশোর দে, কৃষ্ণপদ মন্ডল, সাংবাদিক তৃপ্তিরঞ্জন সেন,বাবুরাম মন্ডল,স্নেহেন্দু বিকাশ, জগদীশ বায়, অখিল মন্ডল, মৃতুঞ্জয় সরদার,কাললীপদ মন্ডল, প্রাণকৃষ্ণ মন্ডল, সুভাষ মন্ডল, প্রকাশ ঘোষ, তিরুনাথ বাছাড়,কার্ত্তিক সাধু, বিপুল বিশ্বাস,কালীপদ বিশ্বাস, প্রমথ সানা, সুকৃতি মোহন,খগেন্দ্র নাথ, কাজল কান্তি সহ অনেকে