স্টাফ রিপোর্টারঃ হবিগঞ্জের বানিয়াচংয়ে দেশীয় অস্ত্রসহ দুই ডাকাতকে আটক করেছে পুলিশ। বানিয়াচং-আজমিরীগঞ্জ রোডের তারাসই সড়কে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটকরা হলেন, বানিয়াচং উপজেলার উমরপুর গ্রামের মালেক মিয়ার ছেলে নাজিম উদ্দিন ও জাতুকুর্ণপাড়ার শামছু মিয়ার ছেলে নানু মিয়া। বানিয়াচং থানার ওসি এমরান হোসেন জানান, সোমবার মধ্যরাতে পুলিশ খবর পায় যে ওই এলাকায় একটি একটি সংঘবদ্ধ ডাকাতদল ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালালে ডাকাতদলের দুই সদস্যকে রেখে অন্যরা হাওর দিয়ে পালিয়ে যায়। পরে ওই দুইজনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে রামদা, লোহার শাবল ও রডসহ বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। ওসি আরো জানান, মঙ্গলবার বিকেলে তাদের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এছাড়া আটকদের বিরুদ্ধে একাধিক ডাকাতির মামলা রয়েছে। অন্যান্য ডাকাতদের ধরতে পুলিশ অভিযান অব্যাহত রয়েছে।