মোঃতারিকুল ইসলাম,গাজীপুর: গাজীপুর নগরীর টঙ্গী ব্যাংক মাঠ বস্তি এলাকা থেকে আমদানি নিষিদ্ধ ফেনসিডিলসহ শাজাহান (৩৫) নামের এক চিহ্নিত মদিক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে টঙ্গীর শীর্ষ মাদক কারবারি শাজাহানের আস্তানায় একটি অভিযান পরিচালনা করে টঙ্গী পূর্ব থানার এসআই জহুরুল ইসলাম, এএসআই ওমর ফারুকসহ একদল পুলিশ। এসময় শাজাহানের বাড়িতে তল্লাশী চালিয়ে ১৭ বোতল আমদানি নিষিদ্ধ ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়। পরে ফেনসিডিল মজুত ও বিক্রয় করার অপরাধে শাজাহানকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় টঙ্গী পূর্ব থানায় একটি মামলা দায়ের শেষে তাকে আদালতের মাধ্যমে গাজীপুর জেল হাজতে পাঠানো হয়। ওই ব্যক্তি দীর্ঘদিন যাবৎ টঙ্গীসহ আশপাশে অবৈধ ফেনসিডিল ব্যবসা চালিয়ে আসছিলো। এ ব্যাপারে যোগাযোগ করা হলে টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম ঘটনার তথ্য নিশ্চিত করেছেন।