অমৃত জ্যোতিঃ ধর্মপাশা(সুনামগঞ্জ) সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলাধীন মধ্যনগর থানা সহ আশপাশের গ্রামের বন্যা কবলিত অসহায় জনতার পাশে সুনামগঞ্জের সংরক্ষিত আসনের মহিলা সাংসদ এ্যাডঃ শামীমা শাহরিয়ার – এম পি। শনিবার দুপুরে মধ্যনগর থানা আওয়ামীলীগের সভাপতি র বাসভবনে থানা আওয়ামীগ নেতৃবৃন্ধের সাথে মতবিনিময় করেন।পররেই থানা এলাকার সকল ইউনিয়নের উন্নয়ন মুলক কর্মকাণ্ডের খোজখবর সহ বন্যাদুর্গত এলাকাবাসীকে মাননীয় প্রধানমন্ত্রী শেখহাসিনা ‘ র প্রতিনিধি হয়ে আর্থিক সাহায্য প্রদান প্রদান করেন।এসময় মধ্যনগর সদর ইউনিয়ন, চামরদানী ও বংশীকুন্ডা ইউনিয়নের ১৫০ টি পরিবারের মাঝে নগদ ৫ শত টাকা অর্থ সহায়তা করা হয়।মধ্যনগর সদর ওয়র্ডের বৈঠাখালী নতুন পাড়া পরিদর্শন সহ নগদ আর্থিক সহযোগিতা কালে সফর সঙ্গী ছিলেন”” মধ্যনগর থানা আওয়ামীলীগের সভাপতি গিয়াসউদ্দিন নুরী,সাধারণ সম্পাদক পরিতোষ সরকার, সহ- সভাপতি ও সদর চেয়ারম্যান প্রবীর বিজয় তালুকদার দেবল, শামীম আহম্মেদ,সাঙ্গঠনিক সমম্পাদক অনুজ কান্তি দে তুন্না,আজিম মাহমুদ প্রমূখ।