বুধবার, ০১ জুলাই ২০২০, ০২:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
ডিবি পুলিশ কর্তৃক ১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার রডবোঝাই ট্রাক উল্টে প্রাণ গেল চার শ্রমিকের ঝিনাইদহে আদালত চত্বরে আইনজীবীদের মানব বন্ধন চুয়াডাঙ্গায় ট্রাক ভর্তি সরকারি চাল উদ্ধার নাটুদাহের চন্দ্রবাসে প্রতিবন্ধী ব্যক্তিকে মারধর করে আহত করার অভিযোগ এনামুল হক সহকারী পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত হওয়ায় আনুষ্ঠানিকভাবে র‌্যাংক ব্যাচ পরিয়ে দেন: এসপি জাহিদুল ইসলাম লোকনাথপুর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক শাহাবুদ্দীনের ইন্তেকাল যশোর বোর্ডে এসএসসিতে পুনঃনিরীক্ষায় ১২৩ জনের ফল পরিবর্তন ধামরাইয়ে নবজাতক বিক্রি, আটক ৩ পাবনায় মাদ্রাসাছাত্রী ধর্ষণের ভিডিও ফেসবুকে, তরুণ আটক

শরীয়তপুরে টাকার জন্য নিজ ছেলেকে অপহরণ বাবার

Reporter Name / ২২ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট টাইম : বুধবার, ০১ জুলাই ২০২০, ০২:৪১ অপরাহ্ন

শরীয়তপুর প্রতিনিধিঃ শরীয়তপুরের জাজিরায় টাকার জন্য নিজের ছেলেকে অপহরণ করেছেন বাবা। এ ঘটনায় বাবা মোক্তার হোসেনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার সকালে উপজেলার বড়কান্দি ইউপির আব্দুল ব্যাপারী কান্দি গ্রাম থেকে মোক্তারকে আটক করা হয়। তিনি একই গ্রামের বাসিন্দা। এর আগে ভোরে অপহৃত নাঈম হোসেনকে উদ্ধার করা হয়। দুপুরে নিজ কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান শরীয়তপুরের এসপি এসএম আশরাফুজ্জামান। তিনি বলেন, পুলিশের একটি টিম গঠন করে তথ্যপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে অপহরণের শিকার নাঈমের অবস্থান নিশ্চিত করা হয়। পরে ডিআইও-২ সাইফুল আলমের নেতৃত্বে জাজিরা থানার একটি দল কেরানীগঞ্জের হাসনাবাদ দোলেশ্বর এলাকা থেকে নাঈমকে উদ্ধার করে। এসপি আশরাফুজ্জামান বলেন, এটি অপহরণ নাটক। ছেলেকে অপহরণের নাটক সাজিয়ে মোক্তার হোসেন টাকা হাতিয়ে নিতে চেয়েছেন। সেই সঙ্গে গ্রামে আতঙ্ক ও ভয়ের সৃষ্টি করতে চেয়েছেন। এ ঘটনায় মোক্তারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে নাঈমের বাবা মোক্তার হোসেন জানান, অর্থনৈতিক সমস্যায় আছেন তিনি। সংসারে অভাব-অনটন থাকায় আত্মীয়-স্বজনের কাছ থেকে টাকা নিতে ছেলেকে দিয়ে অপহরণ নাটক সাজান। অপহরণের অংশ হিসেবে বন্ধু সাব্বিরের সঙ্গে যোগাযোগ করে ছেলে নাঈমকে সোমবার খালাতো বোনের বাসায় কেরানীগঞ্জের হাসনাবাদ দোলেশ্বরে রেখে আসেন তিনি। প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন অ্যাডিশনাল এসপি (প্রশাসন ও অপরাধ) মোহাম্মদ আল মামুন শিকদার, জাজিরা থানার ওসি আজহারুল ইসলাম সরকার ও ডিআইও-১ আজহারুল ইসলাম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এক ক্লিকে বিভাগের খবর