নওগাঁ প্রতিবেদকঃ নওগাঁর মান্দায় ৮১ কেজি ৪০০ গ্রাম গাঁজাসহ দুই শীর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৫। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার মান্দা ফেরিঘাট এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। এ সময় গাঁজা বহনের একটি প্রাইভেট কার, গ্রেফতারদের নিকট থেকে ৩টি মোবাইল সেট ও নগদ ১৪ হাজার টাকা জব্দ করা হয়। রাজশাহী ক্যাম্পের কোম্পানী কমান্ডার (সিপিএসসি) অতিরিক্ত পুলিশ সুপার এটিএম মাইনুল এর নেতৃত্বে অভিযানে অংশগ্রহণ করেন মেজর মোর্শেদ এবং র্যাব-৫ এর সদস্য মামুন, এরশাদ আলম, সাইদুল ইসলাম এবং রেজাউল প্রমুখ। গ্রেফতাররা হলেন, কুমিল্লা জেলার উত্তর গ্রামের আনোয়ার হোসেনের ছেলে সোহেল রানা এবং একই জেলার বি পাড়া গ্রামের মোসলেমের ছেলে মিজান। তাদের মান্দা থানায় সোপর্দ করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে। রাজশাহী ক্যাম্পের কোম্পানী কমান্ডার (সিপিএসসি) অতিরিক্ত পুলিশ সুপার এটিএম মাইনুল ইসলাম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে গাঁজা সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে মাদকসেবী ও মাদক কারবারীদের নিকট সরবরাহ করে আসছিল বলে স্বীকার করেছেন। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক মূল্য প্রায় ৩২ লাখ ৫০ হাজার টাকা।