জাগো দেশ ডেস্কঃ মাননীয় পুলিশ সুপার, ফেনী জেলার জনাব খোন্দকার নুরুন্নবী বিপিএম, পিপিএম মহোদয়ের প্রতেক্ষ্য দিক নির্দেশনায় অফিসার ইনচার্জ, সোনাগাজী মডেল থানা জনাব মোহাম্মদ সাজেদুল ইসলাম নেতৃত্বে সোনাগাজী মডেল থানার মামলা নং-২৪, তাং-২৭/০৫/২০২০, ধারা-নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০(সং/০৩) এর ৯(১) এর তদন্তকারী কর্মকর্তা এসআই মোঃ শহিদুল ইসলাম ও সঙ্গীয় এএসআই মোঃ নুর আল আহসান সহ মামলার একমাত্র আসামী জহিরুল ইসলাম @জিয়া(২১), পিতা-আবু সুফিয়ান, সাং- দক্ষিণ পশ্চিম চরদরবেশ, থানা- সোনাগাজী, জেলা -ফেনী’কে চরদরবেশ এলাকায় অভিযান পরিচালনা করিয়া চর থেকে গ্রেফতার করা হয়।