মেহেরপুর প্রতিনিধিঃ মেহেরপুরের গাংনীতে সুন্দরী (৫০) নামের এক পরিচ্ছন্ন কর্মীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুর ১২ টায় উপজেলার বামুন্দী বাজারের পাশে একটি বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়। সুন্দরী খাতুন নিশিপুর গ্রামের বাসিন্দা ও দৌলৎপুর এলাকার রুস্তম আলীর স্ত্রী।
স্থানীয়রা জানান, দৌলতপুর উপজেলার বাসিন্দা রুস্তুম আলীকে এক বছর পূর্বে বিয়ে করে সুন্দরী খাতুন। সে তার স্বামীকে নিয়ে বামুন্দী বাজারের পাশে সাইদুর রহমান টবুর বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করত। হাটের দিন বামুন্দী বাজার পরিষ্কার-পরিচ্ছন্নের করতো দুজনে। ঈদের দিন ২৫ শে মে সকালে দিকে তাদের অনেকে দেখলেও দুপুরের পর থেকে তাদের দেখা মেলেনি তাদের। এদিকে সুন্দরী খাতুনের লাশের পাশে তার স্বামী রস্তম আলী আহত অবস্থায় দেখা যায়। তখন তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো ব্যবস্থা করেন পুলিশ। এই সময় উপস্থিত ছিলেন। মেহেরপুর অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ওবায়দুর রহমান জানান স্থানীয় লোকজন ঐ বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় লাশের গন্ধ পেয়ে পুলিশকে খবর দিলে লাশ উদ্ধার করা হয়। অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান বলেন আমরা এই বিষয়ে খোঁজ খবর নেওয়ার পর জানা যাবে বিষয়টি কি ছিলো।