আলমডাঙ্গা অফিসঃ আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়ন পরিষদের সাবেক জনপ্রিয় চেয়ারম্যান পাইকপাড়া গ্রামের হাসানুজ্জামান হাসান আর নেই ( ইন্না —রাজিউন)। আজ ২৬ মে বিকেলে তিনি উচ্চ রক্তচাপ জনিত জটিলতা নিয়ে আনন্দধামের আব্দুল হামিদ মেমোরিয়াল প্রাইভেট হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে তিনি মৃতুবরণ করেন।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত হতে সে সময় রোগিকে আলমডাঙ্গার প্রখ্যাত চিকিৎসক গোলাম মোস্তফার কাছে নিয়ে যাওয়া হয়। তিনিও মৃত ঘোষণা করলে লাশ
গ্রামের বাড়ি কালিদাসপুর ইউনিয়নের পাইকপাড়া গ্রামে নিয়ে যাওয়া হয়। পরবর্তিতে দাফনের সময় পারিবারিকভাবে জানানো হবে। মরহুম হাসানুজ্জামান কালিদাস্পুর ইউয়নিয়নের পর পর ২ বারের সাবেক চেয়ারম্যান ছিলেন। তিনি অত্যন্ত জনপ্রিয় ছিলেন। আলমডাঙ্গা উপজেলা বিএনপির সহসভাপতি হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন। তার আকস্মিক মৃত্যুতে উপজেলা বিএনপির সভাপতি শহিদুল কাউনাইন টিলু, সাধারণ সম্পাদক শেখ সাইফুল ইসলাম ও
জেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি মীর মহিউদ্দীন মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেছেন। একই সাথে মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন।