রংপুর প্রতিনিধিঃ বিপুল পরিমাণ গাঁজাসহ ফারুক ও মাজেদুল নামে দুই মাদক
ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে রংপুর নগরীর নব্দীগঞ্জ বাজার এলাকায় অভিযান চালিয়ে ৫৩ কেজি গাঁজাসহ তাদের আটক করা হয়। এ সময় একটি পাথরবোঝাই ট্রাক আটক করা হয়। র্যাব-১৩ এর কোম্পানি কমান্ডার অ্যাডিশনাল এসপি হাফিজুর রহমান বুধবার জানান, গাঁজা বগুড়া জেলার সরবারহ করার কথা ছিল। আটকরা ট্রাকভর্তি পণ্যের আড়ালে বিভিন্ন মাদকদ্রব্য পরিবহন করতো। তাদের বিরুদ্ধে নগরীর মাহিগঞ্জ থানায় মামলা হয়েছে।