খন্দকার শাহ্ আলম মন্টু,আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা উপজেলা প্রশাসনের উদ্দ্যোগে এক জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল উপজেলা পরিষদ মিলনায়তনে আইন শৃঙ্খলা বিষয় , করোনায় কর্মহীন মানুষের মাঝে সুষ্ঠভাবে ত্রান বিতরণ উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য জেলা আওযামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন । প্রধান অতিথি এমপি ছেলুন জোয়ার্দ্দার বলেন, ত্রান নিয়ে কোন অনিয়ম সহ্য করা হবে না। ইউনিয়নের কোন চেয়ারম্যান বা মেম্বার যদি ত্রান অত্মসাত করার চেষ্টা করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।এ ছাড়াও ঈদকে সামনে রেখে ঢাকা,নারায়ন গন্জ, গাজীপুর সহ দেশের বিভিন্ন এলাকা থেকে যেন কোন ভাবে এলাকায় ঢুকতে না পারে,যদি কেউ আসে তাৎক্ষনিক প্রশাসনকে অবহিত করবেন। আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মোঃ লিটন আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আইয়ুব হোসেন,পৌর মেয়র হাসান কাদির গনু,জেলা আওয়ামীলীগের সাংগাঠনিক সম্পাদক মাসুদুজ্জামান লিটু বিশ্বাস,উপজেলা ভাইস চেয়ারম্যান এ্যাডঃ সালমুন আহম্মেদ ডন,মহিলা ভাইস চেয়ারম্যান কাজী মারজাহান নিতু, থানা অফিসার ইনচার্জ আলমগীর কবীর, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সম্পাদক ইয়াকুব আলী মাষ্টার, উপজেলা স্বাস্থ্য ও প:প: কর্মকর্তা হাদী জিয়া উদ্দীন আহমেদ,সমাজ সেবা অফিসার আফাজ উদ্দিন, ওসি অপারেশন স্বপন কুমার, প্রকল্প কর্মকর্তা এনামুল হক, হারদী ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম, ভাংবাড়িয়া ইউপি চেয়ারম্যান কাউসার আহম্মেদ বাবলু, কুমারী ইউপি চেয়ারম্যান আবু সাঈদ পিন্টু,কালিদাসপুর ইউপি চেয়াারম্যান নুরুল ইসলাম, বেলগাছি ইউপি চেয়াারম্যান আমিরুল ইসলাম মন্টু,জামজামি ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম,গাংনি ইউপি চেয়ারম্যান আবু তাহের আবু, নাগদাহ ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, জেহালা ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম রোকন,বাড়াদি ইউপি চেয়ারম্যান মাসুদ পারভেজ, পৌর আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন, সাধারন সম্পাদক মতিয়ার রহমান ফারুক, প্রেসক্লাব সভাপতি খন্দকার শাহ আলম মন্টু, সম্পাদক হামিদুল ইসলাম আজমসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।