ইকবাল রেজা, কার্পাসডাঙ্গা অফিসঃ আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের কুতুবপুর-মুন্সীপুর ছাত্র কল্যান সংস্থার উদ্যোগে করোনা ভাইরাস আতঙ্কে ঘর বন্দী অসহায় দু:স্থ্য মানুষের মাঝে ঈদ উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে ৷ জানাগেছে , আজ (২০ মে) বুধবার সকাল ১০ টার দিকে কুতুবপুর-মুন্সীপুর ছাত্র কল্যান সংস্থার বর্তমান সভাপতি জাহিদুল ইসলাম ও সাধারন সম্পাদক জাকির হোসেন সংস্থার সদস্যদের সাথে নিয়ে ঈদ উপহার সামগ্রী প্যাকেটজাত করেন ৷ এ বিষয়ে সভাপতি জাহিদুল ইসলাম বলেন , আমরা ছাত্র কল্যান সংস্থার পক্ষে রাতের অন্ধকারে এলাকার অসহায় দু:স্থ্য মানুষের বাড়ি বাড়ি গিয়ে ঈদ উপহার হিসেবে খাদ্য সামগ্রী পৌঁছে দেব ৷ কুতুবপুর-মুন্সীপুর ছাত্র কল্যান সংস্থার এ মহতি উদ্যোগ কে সাধুবাদ জানিয়েছেন এলাকার সচেতনমহল ৷