নিজস্ব প্রতিবেদকঃ চুয়াডাঙ্গা জেলায় ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে কর্মহীন মানুষকে মোবাইল ব্যাংকিং পরিষেবার মাধ্যমে নগদ অর্থ প্রদান কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। আজ ১৪ মে বৃহস্পতিবার সকাল ১০ ঘটিকায সময় এই ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে দেশব্যাপী করোনা ভাইরাসে কর্মহীন হয়ে পড়া মানুষকে মোবাইল ব্যাংকিং পরিষেবার মাধ্যমে নগদ অর্থ প্রদান কর্মসূচীর গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান মন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার ঈদ উপহার চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে চুয়াডাঙ্গা জেলায় প্রতিটি ব্যক্তির জন্য নগদ ২৫০০ টাকা করে প্রদান করেন। উক্ত সভায় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা ১ আসনের সংসদ সদস্য চুয়াডাঙ্গা জেলা আওয়ামীলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন, চুয়াডাঙ্গা ২ আসনের সংসদ সদস্য চুয়াডাঙ্গা জেলা আওয়ামীলীগ এর সহ-সভাপতি হাজী মোঃআলী আজগার টগর, চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার,চুয়াডাঙ্গা পুলিশ সুপার জাহিদুল ইসলাম। এছাড়া বিভিন্ন সংগঠনের কর্মী এবং কর্মকর্তা গন এ সময় উপস্থিত ছিলেন।
