যশোর প্রতিনিধিঃ আজ ১৪ মে বৃহস্পতিবার সকাল ১০.৩০ ঘটিকায় সময় যশোরে জেলা প্রশাসাকের কার্যালয়ে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে দেশব্যাপী করোনা ভাইরাসে কর্মহীন হয়ে পড়া মানুষকে মোবাইল ব্যাংকিং পরিষেবার মাধ্যমে নগদ অর্থ প্রদান কর্মসূচির শুভ উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উক্ত ভিডিও কনফারেন্স এ যুক্ত হয় জেলা প্রশাসন যশোর । এসময় উপস্থিত ছিলেন যশোর জেলার পুলিশ সুপার মুহাম্মদ আশরাফ হোসেন পিপিএম। এছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য, সেনাবাহিনী, সুবিধাভোগী গ্রাহক ও জেলা প্রশাসনের কর্মকর্তাগণ। উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন যশোর জেলার সম্মানিত জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আরিফ মহোদয়।