বগুড়া প্রতিনিধিঃ বগুড়ায় মাদক ব্যবসা নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে সুরুজ নামে এক যুবক নিহত হয়েছেন। বুধবার রাতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত সুরুজ উপজেলার মালগ্রাম মধ্যপাড়ার ডাবলু মিয়ার ছেলে। সদর থানার ওসি (তদন্ত) রেজাউল করিম জানান, মালগ্রামের চাপরপাড়া ও মধ্যপাড়ায় মাদক ব্যবসার নিয়ন্ত্রণ করেন মানিক ও উজ্জ্বল নামে দুই সৎ ভাই। কিছুদিন ধরে তাদের বিরোধ চলছিল। এ নিয়ে বুধবার সকালে বেশ কয়েকবার মারধরের ঘটনা ঘটে। ওই সময় সুরুজ মাদক ব্যবসায়ী মানিকের পক্ষ নিয়ে কথা বলেন। পরে বিকেলে সুরুজকে একা পেয়ে ছুরিকাঘাত করেন মাদক ব্যবসায়ী উজ্জ্বল ও আকাশ। স্থানীয়রা সুরুজকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানেই রাতে তার মৃত্যু হয়। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারের জন্য অভিযান চলছে।